বাংলাদেশের দাপুটে জয়, সিরিজ নিশ্চিত সিলেটে

Bangladesh vs Netherlands 2nd t20

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসকে সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সোমবার ১০৪ রানের লক্ষ্য ১৩.১ ওভারেই ছুঁয়ে ফেলে টাইগাররা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করল লিটন দাসের দল।

প্রথম ম্যাচে ৩৯ বল বাকি রেখে জয় পাওয়া বাংলাদেশ এবার আরও বড় ব্যবধানে জিতল—৪১ বল হাতে রেখে। ব্যবধানের হিসেবে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম জয় (বল বাকি থাকা হিসেবে) এবং উইকেটের হিসেবে দ্বিতীয় বৃহত্তম জয়।

বাংলাদেশের পক্ষে ওপেনার তানজিদ হাসান ঝড়ো ইনিংস খেলেন। তিনি ৪০ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন, যেখানে ছিল ৪ চার ও ২ ছক্কা। লিটন কুমার দাস ১৮ রানে অপরাজিত থেকে সঙ্গ দেন। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ২৩ রানে আউট হলেও জয়ের পথে তা কোনো প্রভাব ফেলেনি।

এর আগে নাসুম আহমেদের দারুণ বোলিংয়ে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় ডাচরা। তিনি নেন ৩ উইকেট। মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ নেন দুটি করে উইকেট।

এই ম্যাচে তানজিদ ভেঙেছেন বাংলাদেশের একটি রেকর্ডও। ২০২৫ সালে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এখন পর্যন্ত সর্বাধিক ছক্কার মালিক তিনি (২৩), যা পারভেজ ইমনের (২২) রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ হবে বুধবার, একই মাঠে।