টস জিতে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৩৬ রান তুলতে সক্ষম হয় নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে তেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন তাসকিন আহমেদ—তিনি ৪ উইকেট শিকার করেন মাত্র ২৮ রানে।
জবাবে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ইনিংসের প্রথম তিন বলেই তিনটি বাউন্ডারি হাঁকান তিনি। তবে বেশিক্ষণ টিকতে পারেননি—৯ বলে ১৫ রান করে ফেরেন সাজঘরে।
এরপর লিটন দাস ও তানজিদ তামিম ব্যাটে স্কোরবোর্ড এগোতে থাকে। ২৪ বলে ২৯ রান করে আউট হন তানজিদ। তবে অধিনায়ক লিটন এক প্রান্ত ধরে রেখে খেলেন আক্রমণাত্মক ইনিংস। সাম্প্রতিক সময়ে বাজে ফর্ম কাটিয়ে এবার ব্যাট হাতে দারুণ জ্বলে ওঠেন তিনি। মাত্র ২৬ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন এবং শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থাকেন।
তার সঙ্গে ব্যাট হাতে সাইফ হাসানও ঝড় তোলেন। ১৯ বলে ৩৬ রানে অপরাজিত থেকে লিটনকে যোগ্য সঙ্গ দিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।
১৩৭ রানের লক্ষ্য বাংলাদেশ সহজেই পেরিয়ে যায় মাত্র ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়ে। ফলে নেদারল্যান্ডসকে উড়িয়ে জয় নিশ্চিত করে টাইগাররা।