Bangladesh vs Sri Lanka, 2nd ODI: জয়ের বিকল্প নেই বাংলাদেশের

Bangladesh vs Sri Lanka 2nd ODI

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে বাজেভাবে হেরে চাপে রয়েছে বাংলাদেশ দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল। হারলেই সিরিজ হাতছাড়া—অতএব এটি হয়ে দাঁড়িয়েছে একপ্রকার অলিখিত ফাইনাল।

প্রথম ম্যাচে টানা ছয় ওয়ানডে হারের বৃত্ত ভাঙার প্রত্যাশা থাকলেও হারের সংখ্যা এখন দাঁড়িয়েছে সাতটিতে। সেই সঙ্গে নতুন অনিশ্চয়তা হিসেবে যোগ হয়েছে প্রধান কোচ ফিল সিমন্সের হঠাৎ লন্ডন যাত্রা। ব্যক্তিগত কারণে তিনি দলের সঙ্গে নেই, আজকের ম্যাচে দায়িত্ব পালন করবেন সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।

সফরের আগে সিমন্স দলের ব্যাটারদের উদ্দেশে বলে গিয়েছেন, “উইকেটে সেট হয়ে খেলতে হবে, হুট করে আউট হওয়া যাবে না।” এই মন্তব্যের পেছনে কারণও সুস্পষ্ট। প্রথম ম্যাচে মাত্র ৫ রানের ব্যবধানে ৭ উইকেট হারিয়ে ভেঙে পড়ে বাংলাদেশ ব্যাটিং লাইনআপ। শ্রীলঙ্কার স্পিনার হাসারাঙ্গা ও কামিন্দু মেন্ডিস ছিলেন দুর্দান্ত।

প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল অনুশীলন করেছে বাংলাদেশ দল। তবে অনুপস্থিত ছিলেন ব্যাটিং ফর্মহীন লিটন দাস, যিনি টানা ৮ ইনিংসে দুই অঙ্কে যেতে পারেননি। আজকের ম্যাচে তার না খেলার সম্ভাবনা প্রবল। তবে জ্বরে আক্রান্ত হয়ে প্রথম ম্যাচ মিস করা রিশাদ হোসেন ফিরতে পারেন একাদশে।

একদিকে সিরিজ হারার শঙ্কা, অন্যদিকে আত্মবিশ্বাসে ভরপুর শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের জয় তাদের বাড়তি সুবিধা দিয়েছে। শ্রীলঙ্কার কোচ সনাৎ জয়াসুরিয়া বলেন, “প্রথম ম্যাচে বাংলাদেশকে চাপ দিয়েছিলাম, সেটারই ফল পেয়েছি। এবারও আমরা আমাদের সেরা খেলাটা খেলব।”

মিরাজদের সামনে আজ কেবল একটাই লক্ষ্য—জয়। তা না হলে সিরিজ হাতছাড়া হয়ে যাবে। সিরিজে টিকে থাকার এই কঠিন চ্যালেঞ্জে মাঠে ঘুরে দাঁড়াতে প্রস্তুত কিনা বাংলাদেশ, সেটিই দেখার বিষয়।