মিরপুরের ঘূর্ণি পিচে ছোট পুঁজিও বড় করে তুললেন তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেন। ২০৭ রানের লড়াইয়ে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে বাজিমাত করলেন তিনি। ক্যারিয়ার–সেরা বোলিংয়ে ৬ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিলেন ১৩৩ রানে। এর মাধ্যমে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেল ৭৪ রানের দাপুটে জয়।
২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রেন্ডন কিং ও অলিক আথানাজে যোগ করেন ৫১ রান। কিন্তু এরপরই রিশাদ হোসেনের ঘূর্ণি জাদুতে ভেঙে পড়ে তাদের ইনিংস।
রিশাদের স্পিনে একে একে ফিরেন আথানাজে (২৭), কার্টি (৯), কিং (৪৪), রাদারফোর্ড (০) এবং চেজ (৬)।
মাত্র ৩ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে ক্যারিবীয়রা—১ উইকেটে ৭৯ থেকে মুহূর্তে ৪ উইকেটে ৮২!
শেষ দিকে মিরাজ ও তানভীর ইসলাম আরও দুটি উইকেট তুলে নেন। ওয়েস্ট ইন্ডিজ ৩৯ ওভারেই গুটিয়ে যায় ১৩৩ রানে।
রিশাদের বোলিং ফিগার — ৮ ওভারে ৩৫ রান দিয়ে ৬ উইকেট।
এটি তার ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফাইফার এবং বাংলাদেশের পক্ষে অন্যতম সেরা লেগ-স্পিন বোলিং পারফরম্যান্স। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।
৮ রানে ২ ওপেনার—সৌম্য সরকার (৪) ও সাইফ হাসান (৩)—আউট হয়ে ফেরেন।
তৃতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত (৩২) ও তাওহিদ হৃদয় (৫১) মিলে গড়েন ৭১ রানের জুটি। তবে ধীরগতির ইনিংস দলের চাপ কমাতে পারেনি।
অভিষিক্ত অঙ্কন (৪৬) ও অধিনায়ক মেহেদী মিরাজ (১৭) কিছুটা লড়াই করলেও দল থামে ২০৭ রানে।
শেষ দিকে রিশাদ (২৬) ও তানভীর ইসলাম (৯*) মিলে যোগ করেন মূল্যবান রান।
ওয়েস্ট ইন্ডিজের জেডেন সিলস ৩টি, রস্টন চেজ ও জাস্টিন গ্রেভস ২টি করে উইকেট নেন।