তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানকে রোমাঞ্চকর লড়াইয়ে ২ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৭ রান তোলে আফগানিস্তান। জবাবে বাংলাদেশ লক্ষ্যে পৌঁছে যায় ১৯.১ ওভারে, হাতে থাকে ২ উইকেট।
শেষের ঝড়ে টাইগারদের নায়ক হয়ে ওঠেন নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। ম্যাচের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২ রান। আজমতউল্লাহর করা প্রথম বলেই লং অনে চার মেরে বাংলাদেশকে জয় এনে দেন শরিফুল।
বাংলাদেশের হয়ে সোহান খেলেন ২১ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস। শরিফুল করেন ৬ বলে ১১ রান। শামীম হোসেনও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ২২ বলে ৩৩ রান করেন।
এর আগে বল হাতে নিয়ন্ত্রিত বোলিংয়ে সাফল্য পান নাসুম আহমেদ (৪-০-২৫-২) ও রিশাদ হোসেন (৪-০-২৭-২)। শুরুতে শরিফুল ইসলাম ৩ ওভারে মাত্র ৯ রান দেন এবং পরে ডেথ ওভারে ফিরিয়ে দেন গুরবাজকে।
আফগানিস্তানের হয়ে আজমতউল্লাহ ওমরজাই নেন ৪ উইকেট, রশিদ খান নেন ২ উইকেট।
এই জয়ে তিন ম্যাচ সিরিজে ২–০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। শেষ ম্যাচটি হবে কেবল আনুষ্ঠানিকতা।