আইসিসি থেকে বড় সুখবর পেলো বাংলাদেশ!

women ICC rangking

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে আইসিসি র‍্যাংকিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। টানা চার ম্যাচে চার জয় তুলে নিয়ে দারুণ ফর্মে রয়েছে টাইগার নারীরা, যার প্রতিফলন দেখা গেছে ব্যাটিং ও বোলিং—উভয় বিভাগেই।

সর্বশেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ফিফটি হাঁকিয়ে ক্যারিয়ারসেরা র‍্যাংকিংয়ে পৌঁছেছেন শারমিন আক্তার সুপ্তা। ২২ ধাপ উন্নতি করে তিনি এখন আইসিসির নারী টি-টোয়েন্টি ব্যাটারদের তালিকায় ৩৫তম স্থানে অবস্থান করছেন।

এদিকে, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে ধারাবাহিক ভালো ব্যাটিং করে প্রথমবারের মতো সেরা ১০০ ব্যাটারের তালিকায় জায়গা করে নিয়েছেন দিলারা আক্তার। দুটি ম্যাচে যথাক্রমে ২৫ ও ৩৫ রান করার সুবাদে ৩৩ ধাপ এগিয়ে তিনি এখন যৌথভাবে ৭০তম স্থানে রয়েছেন।

সাম্প্রতিক ম্যাচগুলোতে ধারাবাহিক রান সংগ্রহের ফলে সোবহানা মোস্তারি ১১ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৫২তম স্থানে। একই সঙ্গে স্বর্ণা আক্তার ১৭ ধাপ উন্নতি করে এখন ৮৩তম স্থানে অবস্থান করছেন।

বোলিং বিভাগেও বাংলাদেশের নারীদের সাফল্য নজর কেড়েছে। নামিবিয়ার বিপক্ষে তিন উইকেট নেওয়ার সুবাদে ফাহিমা খাতুন ৬ ধাপ এগিয়ে ৩০তম স্থানে উঠে এসেছেন। একই ম্যাচে চার উইকেট শিকার করা সানজিদা আক্তার মেঘলা ৬ ধাপ উন্নতি করে বর্তমানে ৫৪তম স্থানে রয়েছেন।

অন্যদিকে, নামিবিয়া ও আয়ারল্যান্ডের বিপক্ষে মোট চার উইকেট নেওয়া রাবেয়া খান এক ধাপ উন্নতি করে আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের তালিকায় ১৪তম স্থানে অবস্থান করছেন।

বাংলাদেশ নারী দলের এই ধারাবাহিক সাফল্য বিশ্বকাপ বাছাইপর্বে দলের আত্মবিশ্বাস যেমন বাড়াচ্ছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও দেশের নারী ক্রিকেটের শক্ত অবস্থান তুলে ধরছে।