লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৬০ জন বাংলাদেশি অভিবাসী

bangladeshi workers return from libya

লিবিয়া থেকে ১৬০ জন বাংলাদেশি অভিবাসীকে দেশে ফেরানো হচ্ছে। শুক্রবার (১০ অক্টোবর) বেলা ১১টার দিকে ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সহযোগিতায় এই বৃহৎ পরিসরের প্রত্যাবাসন সম্ভব হয়েছে। এটি লিবিয়া থেকে এ ধরনের সবচেয়ে বড় এককালীন প্রত্যাবাসনের উদাহরণ বলে জানিয়েছে দূতাবাস।

প্রত্যাবাসনের সময় দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিনিস্টার (পলিটিক্যাল) কাজী আসিফ আহমেদ অভিবাসীদের বিদায় জানান। এ সময় প্রথম সচিব (শ্রম) মো. রাসেল মিয়া ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাজী আসিফ আহমেদ বলেন,

“আমরা দিনরাত কাজ করেছি যেন আমাদের নাগরিকরা নিরাপদে দেশে ফিরতে পারেন। দূতাবাসের ধারাবাহিক প্রচেষ্টা ও লিবিয়া সরকারের সহযোগিতার ফলেই প্রথমবারের মতো এত বড় সংখ্যক অভিবাসীকে একসঙ্গে দেশে ফেরানো সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, দূতাবাস দ্রুত সময়ের মধ্যে আরও দুটি ফ্লাইটের মাধ্যমে অতিরিক্ত ছয় শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরাতে কাজ করছে। এ জন্য লিবিয়া সরকারের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখা হয়েছে।

লিবিয়া সরকারের মিডিয়া টিমকে দেওয়া বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স বলেন,

“স্বেচ্ছায় দেশে ফেরার জন্য নিবন্ধিত সকল অভিবাসীদের প্রত্যাবাসনে লিবিয়া সরকারের পূর্ণ সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। আমরা আশা করি, ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, প্রত্যাবাসিত বাংলাদেশিরা পূর্বে দূতাবাসে স্বেচ্ছায় দেশে ফেরার আবেদন করেছিলেন। দূতাবাস তাদের পক্ষে ডকুমেন্ট প্রস্তুত, বহির্গমন ছাড়পত্র সংগ্রহসহ সব প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করে।