লা লিগার চলতি মৌসুমে চ্যাম্পিয়ন হওয়ার সমীকরণ ছিল একেবারেই সহজ: এস্পানিওলের মাঠে জয় পেলেই শিরোপা নিশ্চিত বার্সেলোনার। আরসিডিই স্টেডিয়ামে সেই সমীকরণ মিলিয়ে দিলেন দুই তরুণ তারকা লামিনে ইয়ামাল ও ফারমিন লোপেজ। তাঁদের গোলে এস্পানিওলকে ২-০ ব্যবধানে হারিয়ে নিজেদের ২৮তম লিগ শিরোপা ঘরে তুলল বার্সা।
৩৬ ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে হান্সি ফ্লিকের দল। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। ফলে বাকি দুই ম্যাচ জিতলেও রিয়ালের পক্ষে বার্সাকে টপকানো আর সম্ভব নয়।
ম্যাচের প্রথমার্ধেই সুযোগ পেয়েছিল এস্পানিওল। ১২ ও ১৬ মিনিটে হাভি পুয়েদো গোলের কাছে গেলেও বল জালে জড়াতে ব্যর্থ হন। অন্যদিকে বার্সাও সুযোগ তৈরি করেছিল, কিন্তু ইয়ামাল-তোরেসদের শট ব্যর্থ হয়।
বিরতির পর ৫৩ মিনিটে ইয়ামাল তাঁর ট্রেডমার্ক বাঁকানো শটে গোল করে এগিয়ে দেন দলকে। এটি চলতি মৌসুমে তাঁর ১৭তম গোল। ম্যাচের শেষ দিকে, যোগ করা সময়ে ইয়ামালের পাস থেকে তোরেসের শট প্রতিপক্ষের জালে জড়ায়। এ নিয়ে লিগে ১৩টি অ্যাসিস্ট করলেন ইয়ামাল, যা এই মৌসুমে সর্বোচ্চ।
৮০ মিনিটে এস্পানিওলের লেয়ান্দ্রো কাবরেরা ইয়ামালকে কনুই দিয়ে আঘাত করে সরাসরি লাল কার্ড দেখেন, ১০ জনে পরিণত হয় দলটি।

এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের পর লা লিগা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ইয়ামালকে নিয়ে লিখেছে:
“He is the GOLDEN BOY at FC Barcelona. 💎”
🏆 Lamine Yamal x #LALIGAEASPORTS 🏆
#DesenlaceLALIGA
ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের পাশেই একটি দুঃখজনক সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন, যাঁদের মধ্যে এস্পানিওলের সমর্থকও রয়েছেন।
বার্সার কোচ হান্সি ফ্লিকের জন্য এটি এক অবিশ্বাস্য মৌসুম। অভিষেকেই জিতলেন কোপা দেল রে, লা লিগা ও স্প্যানিশ সুপার কাপ—ঘরোয়া ফুটবলের সব শিরোপাই এখন বার্সার ঘরে।
উল্লেখযোগ্যভাবে, একুশ শতকে বার্সা ঘরের মাঠ ক্যাম্প ন্যুর চেয়ে বেশি লিগ শিরোপা নিশ্চিত করেছে প্রতিদ্বন্দ্বি এস্পানিওলের মাঠে। ২০১৩ ও ২০২৩ সালের পর এবার ২০২৫—এই মাঠ যেন বার্সার সৌভাগ্যের প্রতীক।