ইতিহাস আপনাদের ক্ষমা করবে না : ব্যারিস্টার সুমন

barrister suman arrest court appearance

রাজধানীর মুগদা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও আলোচিত সামাজিক কর্মী সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। সুমনের আইনজীবী অ্যাডভোকেট লিটন বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

সোমবার সকাল ১০টা ৮ মিনিটে পুলিশি নিরাপত্তায় সুমনকে আদালতের হাজতখানা থেকে বের করে আনা হয়। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সামনে তিনি বলেন:

“দেশটাকে পুড়িয়ে ফেলছে ওরা, দেশটাকে রক্ষা করেন। নতুন প্রজন্মের সঙ্গে প্রতারণা করছেন আপনারা, ইতিহাস আপনাদের ক্ষমা করবে না।”

মামলার বিবরণ:

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকা জজ কোর্টের আইনজীবী আব্দুল আছেত শামীম বাসায় ফেরার পথে মুগদা থানাধীন বাবু ডাক্তারের গলিতে হামলার শিকার হন। অভিযোগে বলা হয়, ব্যারিস্টার সুমনের ছোঁড়া রাবার বুলেট তার কপাল, বুকে, পেটসহ বিভিন্ন স্থানে লাগে। পরে তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হন।

২০২৪ সালের ১ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী। ব্যারিস্টার সুমন এজাহারে ২৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত হন।

এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর রাত দেড়টার দিকে মিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরদিন যুবদল নেতা হৃদয় মিয়াকে হত্যাচেষ্টা মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।