বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে আগামীকালের মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন দেশের ক্রিকেটাররা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে সব ধরনের ক্রিকেট খেলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
আজ রাতে জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এই ঘোষণা দেন। তিনি জানান, ক্রিকেটারদের নিয়ে এম নাজমুল ইসলামের একাধিক বিতর্কিত মন্তব্যের প্রতিবাদেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়া নিয়ে টানাপোড়েনের মধ্যে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম মন্তব্য করেন, বিশ্বকাপে গিয়ে ক্রিকেটাররা ব্যর্থ হলে তাদের পেছনে ব্যয় করা কোটি কোটি টাকা ফেরত চাওয়া হবে কি না—এমন প্রশ্ন তোলেন তিনি। এই বক্তব্য ক্রিকেটাঙ্গনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।
এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভারতীয় দালাল’ বলেও সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। এসব মন্তব্যকে সম্পূর্ণরূপে ‘অগ্রহণযোগ্য’ বলে মনে করছে কোয়াব।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন বলেন,
“শেষ কিছুদিনে প্রথমে একজনকে নিয়ে, পরে সব ক্রিকেটারকে নিয়ে যেভাবে কথা বলা হয়েছে, যেসব শব্দ ব্যবহার করা হয়েছে—এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন বিসিবি পরিচালকের কাছ থেকে এমন ভাষা আমরা আশা করি না। এসব মন্তব্য পুরো ক্রিকেটাঙ্গনকে আঘাত করেছে।”
তিনি আরও বলেন,
“উনি যদি আগামীকাল বেলা একটার আগে পদত্যাগ না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বয়কট করতে বাধ্য হব।”
আগামীকাল দ্বাদশ বিপিএলের দিনে প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বেলা একটায়। সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স খেলবে সিলেট টাইটানসের বিপক্ষে। আলটিমেটাম কার্যকর হলে এই ম্যাচগুলো অনিশ্চয়তায় পড়তে পারে।
এর আগে কোয়াবের আলটিমেটামের প্রতিক্রিয়ায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বোর্ডের কোনো পরিচালক বা সদস্যের ব্যক্তিগত মন্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। সাম্প্রতিক কিছু বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে বিসিবি দুঃখ প্রকাশ করছে বলেও জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব মন্তব্য বিসিবির নীতি, মূল্যবোধ কিংবা আচরণবিধির প্রতিফলন নয়।
