বিসিবি পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা, ৫ শর্তে খেলার ঘোষণা

bcb director resignation cricketers protest

খেলায় না নামার অবস্থানে এখনও অনড় দেশের ক্রিকেটাররা। রাজধানীর বনানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা পাঁচটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। তবে ক্রিকেটাররা জানিয়েছেন, শর্ত পূরণ হলে তারা খেলার জন্য পুরোপুরি প্রস্তুত।

সংবাদ সম্মেলনে ঢাকা প্রথম বিভাগ ক্রিকেটের চলমান সংকট, নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগে বিসিবির ভূমিকা, নারী ক্রিকেটে সুযোগ–সুবিধার অভাব এবং বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরা হয়।

কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন,
‘আমরা মাঠে ফিরব একটাই শর্তে—বিসিবি থেকে লিখিত কমিটমেন্ট দিতে হবে যে ৪৮ ঘণ্টার মধ্যে এই ব্যক্তি আর বোর্ডে থাকবেন না। যদি তিনি থেকে যান, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটারদের নয়। এটা বিসিবিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতে হবে।’

ক্রিকেটারদের পক্ষ থেকে আরও জানানো হয়, বিকেলের মধ্যে যদি বোর্ড তাদের শর্ত মেনে নেয়, তাহলে সন্ধ্যাতেই তারা ম্যাচ খেলতে মাঠে নামবেন।