বিসিবি নির্বাচনের অনিয়মের অভিযোগে ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা বিদ্রোহী সংগঠকদের

bcb election boycott by rebel organizers

দেশের ক্রিকেটের প্রাণভোমরা ঘরোয়া ক্লাবগুলো এবার সরে দাঁড়াচ্ছে মাঠ থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জন করা সংগঠকরা এবার ঘোষণা দিলেন ঘরোয়া ক্রিকেট বর্জনের।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। বিদ্রোহী হিসেবে পরিচিত সংগঠকদের পক্ষে তিনি বলেন,

“আমাদের অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। তাই আমরা আসন্ন সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি।”

এর আগে গত শনিবার বিদ্রোহী সংগঠকরা বিসিবি নির্বাচন পেছানোসহ তিনটি দাবি তুলেছিলেন—বর্তমান নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচন পুনঃতফসিল ঘোষণা, বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর এবং নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট আয়োজন। একই দাবিতে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও একটি স্মারকলিপি পাঠান।

কিন্তু এসব দাবি উপেক্ষা করে ৬ অক্টোবর অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচন, যেখানে সভাপতি নির্বাচিত হন আমিনুল ইসলাম বুলবুল।

সংবাদ সম্মেলনে মাসুদুজ্জামান আরও বলেন,

“৬ অক্টোবরের নির্বাচনের মাধ্যমে আমাদের অস্তিত্বকেই প্রশ্নবিদ্ধ করা হয়েছে। এত প্রকাশ্য প্রহসন আগে দেখিনি। আমরা সুষ্ঠু ভোট চেয়েছিলাম, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। তাই ঘরোয়া ক্রিকেট বর্জনের ঘোষণা দিচ্ছি।”

তিনি আরও দাবি করেন, বুলবুল অবৈধভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং বিদ্রোহী সংগঠক বলা অন্যায়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল, মোহামেডান স্পোর্টিং ক্লাবের কর্মকর্তা মাসুদুজ্জামান এবং ক্রীড়া সংগঠক আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান।