সোমবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভার্চুয়াল সভায় আসন্ন নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। সভা শেষে জানা গেছে, অক্টোবরের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে নির্বাচন প্রসঙ্গে গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন , “আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই। অক্টোবরে ইনশাআল্লাহ নির্বাচন করবো। আমরা একটি সঠিক নির্বাচন করবো। এখানে সভাপতি নির্বাচন হয় না, এখানে পরিচালকদের নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য এবং সেখানে থাকার চেষ্টা করবো। পরবর্তীতে যদি সুযোগ হয়, আমি চেষ্টা করবো যেভাবেই হোক দেশকে সার্ভ করার জন্য।“
বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে—
- ঢাকাভিত্তিক ক্লাবের ৭৬ জন কাউন্সিলরের ভোটে নির্বাচিত হন ১২ জন পরিচালক
- আঞ্চলিক ও জেলা প্রতিনিধিদের ভোটে নির্বাচিত হন ১০ জন পরিচালক
- অন্যান্য প্রতিনিধি কোটায় নির্বাচিত হন ১ জন পরিচালক
এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করেন আরও ২ জন পরিচালক। সবমিলিয়ে এই ২৫ জন পরিচালক ভোটের মাধ্যমে বিসিবি সভাপতি নির্বাচন করেন।
আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন ঘিরে দেশের ক্রিকেটাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।