নিরাপত্তাজনিত শঙ্কার প্রেক্ষাপটে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের প্রবেশে নতুন ও কঠোর নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় বিসিবি, যা এখন থেকেই কার্যকর হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, গণমাধ্যমকর্মীদের স্টেডিয়ামে প্রবেশ করতে হবে শুধুমাত্র ১ নম্বর গেইট দিয়ে। এখন থেকে কেবল নির্দিষ্ট কিছু অনুষ্ঠান ও কার্যক্রম কাভার করার উদ্দেশ্যেই সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশের অনুমতি পাবেন।
বিসিবির নির্দেশনা অনুযায়ী, সাংবাদিকরা শুধু ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স, বিসিবির পক্ষ থেকে আয়োজিত আমন্ত্রণমূলক অনুষ্ঠান এবং বিসিবি আগে থেকে জানিয়ে দেওয়া কোনো ট্রেনিং বা প্র্যাকটিস সেশন কাভার করার জন্যই স্টেডিয়ামে ঢুকতে পারবেন। এর বাইরে সাধারণ সময়ে স্টেডিয়ামে প্রবেশ করে সংবাদ সংগ্রহের সুযোগ আর থাকছে না।
এ ছাড়া স্টেডিয়াম ও বিসিবির অফিস এলাকায় নিরাপত্তা সংক্রান্ত সব বিধিনিষেধ যথাযথভাবে মেনে চলার জন্য গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে বোর্ড। পরিচয়পত্র যাচাইসহ নিরাপত্তা প্রক্রিয়ায় আরও কঠোরতা আরোপ করা হবে বলে জানিয়েছে বিসিবি।
বিসিবির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, এখন থেকে সাংবাদিকরা ইচ্ছেমতো স্টেডিয়ামে ঢুকে কাজ করতে পারবেন না। সংবাদ সংগ্রহসহ সব কার্যক্রম বিসিবির নির্ধারিত নির্দেশনা অনুসরণ করেই করতে হবে।
এই সিদ্ধান্তে ক্রীড়া সাংবাদিকদের মাঠপর্যায়ের কাজ কিছুটা সীমিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে বিসিবি জানিয়েছে, সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
