বিসিবির সঙ্গে সম্পর্কের ইতি, প্রধান কিউরেটর গামিনিকে ছাঁটাই

bcb chief curator gamini silva terminated

মিরপুরের উইকেট নিয়ে সমালোচনা নতুন নয়। বেশিরভাগ সময় টিম ম্যানেজমেন্টের চাহিদামতো পিচ তৈরি করলেও, উইকেটের মান ও প্রকৃতি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান কিউরেটর গামিনি সিলভাকে।

২০১০ সাল থেকে বিসিবির প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করে আসছিলেন শ্রীলঙ্কান নাগরিক গামিনি। গত জুলাইয়ে তার সঙ্গে এক বছরের চুক্তি নবায়ন করেছিল বিসিবি। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হতে এখনও নয় মাস বাকি থাকতেই তাকে আর না রাখার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

বিসিবির এক কর্মকর্তা ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে বলেন,
“চুক্তি অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আমরা তার (গামিনি) সঙ্গে সম্পর্ক ছিন্ন করি, তবে তাকে দুই মাসের বেতন দিতে হবে। আমরা সেই অর্থ পরিশোধ করেই সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।”

গামিনিকে ছাঁটাই করার আভাস অবশ্য আগেই পাওয়া গিয়েছিল। সম্প্রতি মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে সরিয়ে তাকে রাজশাহী স্টেডিয়ামের দায়িত্বে পাঠানো হয়েছিল। কিন্তু সেখানেও তার কার্যক্রমে সন্তুষ্ট হতে পারেনি বিসিবি।

অন্যদিকে, গত আগস্টে টার্ফ ম্যানেজমেন্ট টিমের প্রধান হিসেবে অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংকে নিয়োগ দেয় বিসিবি। টনি দায়িত্ব নেওয়ার পর থেকেই গামিনি ও বোর্ডের সম্পর্কের অবনতি ঘটে বলে জানিয়েছে ক্রিকবাজ।

বোর্ড সূত্রে জানা গেছে, গামিনিকে নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আগামী কয়েক দিনের মধ্যেই দিতে পারে বিসিবি।