ঐতিহাসিক জয়! পাকিস্তানকে সিরিজ হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

Ban vs Pakistan t20 Series Win

লো স্কোরের টানটান উত্তেজনার ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে ৮ রানে হারিয়ে প্রথমবারের মতো একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার এই ঐতিহাসিক জয় তুলে নেয় টাইগাররা।

সিরিজের আগে পাকিস্তানকে কখনোই অলআউট করতে পারেনি বাংলাদেশ। এবার টানা দুই ম্যাচেই তাদের অলআউট করে দারুণভাবে সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ১৩৩ রান তোলে বাংলাদেশ। জবাবে ১৯.২ ওভারে ১২৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

শুরুতে চাপে, শেষে ইতিহাস

বাংলাদেশের পক্ষে ইনিংস গড়ার মূল ভরসা ছিলেন জাকের আলি অনিক। ইনিংসের শেষ বলে রান আউট হওয়ার আগে তিনি করেন ৪৮ বলে ৫৫ রান, যেখানে ছিল ১ চার ও ৫ ছক্কা। মেহেদী হাসান যোগ করেন ২৫ বলে ৩৩ রান। পঞ্চম উইকেটে তাদের ৫৩ রানের জুটি ম্যাচের টার্নিং পয়েন্টে পরিণত হয়।

প্রথম ৫ উইকেট মাত্র ১৫ রানে হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর ফাহিম আশরাফ একাই লড়াইয়ে ফেরান দলকে। ৩২ বলে ৫১ রানের ইনিংসে তিনি মারেন ৩ ছক্কা ও ২ চার। শেষ ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম বলেই চারের মাধ্যমে উত্তেজনা বাড়িয়ে দেন আহমেদ দানিয়াল। পরের বলেই ছক্কা মারতে গিয়ে ধরা পড়েন শামীম হোসেনের হাতে। তাতেই শেষ হয় পাকিস্তানের লড়াই।

বোলারদের দাপট

বাংলাদেশের বোলারদের দুর্দান্ত প্রদর্শনই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। শরিফুল ইসলাম ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে নেন ৩ উইকেট। তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন।

ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা

ম্যাচ শুরুর আগে সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। কালো ব্যাজ পরে খেলতে নামে বাংলাদেশ দল।

ম্যাচসেরা জাকের

টিম বাংলাদেশ ব্যাটিংয়ে যখন ধুঁকছিল, তখন একপ্রান্ত ধরে রেখে দলকে লড়াইয়ে টেনে তোলেন উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি। তার ৫৫ রানের ইনিংসের জন্যই ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে।

স্কোর সংক্ষেপ:

বাংলাদেশ: ১৩৩/১০ (২০ ওভারে)
জাকের ৫৫, মেহেদী ৩৩; সালমান মির্জা ২/১৭, ডানিয়াল ২/২৩, আফ্রিদি ২/৩৭

পাকিস্তান: ১২৫/১০ (১৯.২ ওভারে)
ফাহিম ৫১, আফ্রিদি ১৯; শরিফুল ৩/১৭, মেহেদী ২/২৫, তানজিম ২/২৩

ফল: বাংলাদেশ ৮ রানে জয়ী
সিরিজ অবস্থা: বাংলাদেশ ২–০ তে এগিয়ে
ম্যান অব দ্য ম্যাচ: জাকের আলি অনিক

আগামী বৃহস্পতিবার সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে মাঠে নামবে বাংলাদেশ।