আবু সাঈদ হত্যা মামলা: ট্রাইব্যুনালে ৩০ জনের বিরুদ্ধে বিচার শুরু

abu sayed murder formal charge tribunal

জুলাই গণঅভ্যুত্থানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জন আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপন করা হবে।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বক্তব্য উপস্থাপন হবে। একইসঙ্গে সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে বলে জানা গেছে। এর আগে, গত ৬ আগস্ট ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

বর্তমানে ছয় আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- এএসআই আমির হোসেন, বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ। বাকিরা এখনো পলাতক।

পলাতক ২৬ আসামির পক্ষে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ করা হয়েছে। গত জুলাই মাসে একাধিক শুনানি শেষে প্রসিকিউশন আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলে ধরে। এর মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উল্লেখ করেন, শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় অভিযুক্তরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন।

৩০ জুন মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল, আর ২৪ জুন তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। বুধবারের সূচনা বক্তব্যের মধ্য দিয়েই এ মামলার বিচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।