ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম, ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আসছে

belgium recognizes palestine sanctions israel

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। একই সঙ্গে ইসরায়েলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটি। গাজায় চলমান মানবিক বিপর্যয় ও ফিলিস্তিনের সংকট বিবেচনায় এ পদক্ষেপ নেয় বেলজিয়াম সরকার। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

ঘোষণাটি দিয়েছেন বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভোট। তিনি জানিয়েছেন, সেপ্টেম্বরের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে বেলজিয়াম। পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ১২ দফা নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এর মধ্যে রয়েছে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানিগুলোর সঙ্গে সরকারি ক্রয় নীতির পুনঃপর্যালোচনা।

এর আগে ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডাসহ আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। যদিও কিছু দেশ এতে শর্ত আরোপ করেছে। জাতিসংঘের প্রায় ৭৫ শতাংশ সদস্যভুক্ত ১৪৭টি দেশ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।

গাজায় ইসরায়েলের আগ্রাসন এ সিদ্ধান্তের পেছনে বড় কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রায় দু’বছর ধরে চলমান অভিযানে ৬৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৬০ হাজারের বেশি আহত হয়েছেন। সম্প্রতি বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় নৃশংসতার অভিযোগে দুই ইসরায়েলি সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) যুদ্ধাপরাধের মামলা দায়ের করেছেন।