বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বড় সুখবর: শিক্ষক-কর্মচারীদের বেতন বাড়ছে

besorkari shikkhok beton bidhi

দেশের বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর এসেছে। চলতি জুলাই মাস থেকেই বাড়ছে তাদের বেতন। সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ানো হচ্ছে বলে নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

জানা গেছে, বেতন বাড়ানোর সারসংক্ষেপ ইতোমধ্যে মাউশির প্রশাসন শাখায় পাঠানো হয়েছে। মাউশির ইএমআইএস সেলের প্রোগ্রামার-৫ জহির উদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন, জুলাই-২০২৫ এর প্রথম লটে ৩ লাখ ৭৮ হাজার ৪৫৭ জন শিক্ষক-কর্মচারীর জন্য প্রায় ১ হাজার ২৯ কোটি টাকা বেতন বরাদ্দ করা হয়েছে। এটি জুন মাসের তুলনায় প্রায় ১৪৫ কোটি টাকা বেশি।

বেতন বৃদ্ধির পরিমাণ শ্রেণি অনুযায়ী:

  • সবচেয়ে নিচের গ্রেডের কর্মচারী (আয়া, পরিচ্ছন্নতাকর্মী): ৫০০ টাকা পর্যন্ত
  • জুনিয়র শিক্ষক: ৮০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত
  • সহকারী শিক্ষক (বর্তমানে বেতন ১২,৫০০ টাকা): ১,২০০ থেকে ১,৫০০ টাকা পর্যন্ত
  • সিনিয়র সহকারী শিক্ষক: ২,০০০ থেকে ৪,০০০ টাকা (কোনো ক্ষেত্রে ৫,০০০ টাকা পর্যন্ত)
  • প্রধান শিক্ষক: বেতন বাড়ছে প্রায় ৭,০০০ টাকা পর্যন্ত

মাউশি সূত্র জানিয়েছে, শিক্ষক ও কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি কার্যকর হলে তাদের আর্থিক সুরক্ষা ও মনোবল বাড়বে বলে আশা করা হচ্ছে।

এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন শিগগিরই জারি হতে পারে বলে জানা গেছে।