বিসিবি পরিচালক আসিফ আকবরের মন্তব্যে ক্ষুব্ধ বাফুফে, ব্যাখ্যা চাইল ফেডারেশন

BFF demands explanation from BCB director Asif

ফুটবল ও ফুটবলারদের নিয়ে বিসিবি পরিচালক আসিফ আকবরের দেওয়া মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের স্বাক্ষরিত এক চিঠিতে সোমবার বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এই ব্যাখ্যা চাওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে,

“বাংলাদেশের ফুটবলের অভিভাবক হিসেবে আমি ও আমার নির্বাহী কমিটি হাজারো খেলোয়াড় এবং কোটি ভক্তের প্রতিনিধিত্ব করি। তাই এই ঘটনায় আমি আপনার কাছে একটি আনুষ্ঠানিক ও সর্বসম্মুখে ব্যাখ্যা প্রত্যাশা করছি।”

গত রোববার অনুষ্ঠিত “বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স”-এর বক্তৃতায় আসিফ আকবর ফুটবল ও ফুটবলারদের নিয়ে কটূক্তি করেন। তিনি বলেন,

“ফুটবলারদের জন্য সারা বাংলাদেশে ক্রিকেট খেলা যাচ্ছে না। তারা প্রতিটি জেলা স্টেডিয়াম দখল করে রেখেছে। তাদের আচরণও খুব খারাপ। উইকেট ভেঙে ফেলে, মাঠ নষ্ট করে ফেলে।”

দেশের ক্রীড়াঙ্গণে উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয় ফুটবলপ্রেমীদের মধ্যে। পরদিনই প্রতিবাদ জানিয়ে বিসিবির কাছে চিঠি পাঠায় বাফুফে।

বিবৃতিতে বাফুফে জানায়,

“এমন দৃষ্টিকটু ও অশোভন মন্তব্য ফুটবল ও ফুটবলারদের প্রতি চরম অসম্মানজনক, যা ক্রীড়ার মৌলিক মূল্যবোধের পরিপন্থী। ফুটবল বাংলাদেশের মানুষের আবেগ, ঐক্য ও গৌরবের প্রতীক। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নানা জাতীয় সংকটে ফুটবল খেলোয়াড়রা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন।”

ফেডারেশন আরও বলে,

“বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে ফুটবল খেলাকে নিয়ে করা এই অবমাননাকর মন্তব্য শুধু ফুটবল নয়, পুরো ক্রীড়া সমাজের জন্য হতাশাজনক। আমরা এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।”

ফুটবল ও ক্রিকেট—দেশের দুই জনপ্রিয় খেলার মধ্যে এমন তিক্ততা সৃষ্টি হওয়ায় ক্রীড়াঙ্গনে আলোচনা শুরু হয়েছে।