কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আগামী ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ও আশপাশের এলাকায় ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ নাশকতার আশঙ্কা দেখা দিয়েছে।
এ পরিস্থিতিতে নিরাপত্তা নিশ্চিতে ও অপতৎপরতা রোধে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন,
“রাজধানী ঢাকা ও আশপাশের জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েন করা হয়েছে।”
বিজিবি জানায়, রাজধানীতে ১২ প্লাটুন এবং আশপাশের জেলায় আরও ২ প্লাটুনসহ মোট ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এ মোতায়েন কার্যকর থাকবে।
উল্লেখ্য, গত বছরের জুলাই মাসে গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ১৩ নভেম্বর ঘোষণা করা হয়েছে।
এই রায়কে কেন্দ্র করে ‘লকডাউন’ কর্মসূচি ঘোষণা করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ।
