দুই ছাত্র উপদেষ্টা ও নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি বিএনপির

BNP demands resignation of two student advisors

অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা প্রশ্নে উদ্বেগ প্রকাশ করে দুই ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “তাদের পদত্যাগের কথা আমরা লিখিতভাবে জানিয়েছি। আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং দুই ছাত্র উপদেষ্টার কারণে এ সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন হচ্ছে। আজকেও লিখিত ও মৌখিকভাবে এ দাবি জানানো হয়েছে।”

আশ্বাস পেয়েছেন কিনা—জানতে চাইলে তিনি বলেন, “সেই আশ্বাস উনারা দেখবেন। আমরা আমাদের বক্তব্য দিয়ে দিয়েছি।”

নির্বাচনের রোডম্যাপ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সালাহউদ্দিন বলেন, “সুনির্দিষ্টভাবে এ রকম কোনো কথা হয়নি। উনি সুনির্দিষ্টভাবে কিছু জানাননি। আমরা আমাদের দাবি জানিয়েছি। হয়তো তারা প্রেসের মাধ্যমে জানাবেন। এখনই কোনো প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নাই। উনারা কী বলেন, তারপর আমরা প্রতিক্রিয়া দেব।”

বিএনপির এই বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে উপস্থিত ছিলেন ড. আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

দলটি মনে করছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য রাখার জন্য বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ জরুরি। তবে বৈঠক থেকে এখনো সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।