দীর্ঘ প্রায় ১০ বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন ব্লগার ও লেখক শফিউর রহমান ফারাবী। শুক্রবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তিনি কারামুক্ত হন।
এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন। আদালতে ফারাবীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন সিনিয়র আইনজীবী এস.এম. শাহজাহান এবং মুহাম্মাদ হুজ্জাতুল ইসলাম খান। তারা বলেন, চলতি মামলার চার আসামির কারও স্বীকারোক্তিতে ফারাবীর নাম নেই, কোনো প্রত্যক্ষ সাক্ষীও তার নাম উল্লেখ করেননি, এবং তিনি নিজেও কোনো স্বীকারোক্তি দেননি।
আইনজীবীরা আরও যুক্তি দেন, ফারাবী দীর্ঘ সময় ধরে কারাগারে আছেন—এ বিষয়টিও আদালত বিবেচনায় নেন।
পরবর্তীতে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিতের আবেদন করলে চেম্বার আদালত শুনানি শেষে “নো অর্ডার” দেন। ফলে হাইকোর্টের আগের জামিন আদেশ বহাল থাকে এবং ফারাবীর মুক্তির পথ সুগম হয়।