বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পর্তুগালে উদযাপিত হয়েছে। রাজধানী লিসবনের রাঁধুনি রেস্টুরেন্টে সোমবার (২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টায় আহ্বায়ক কমিটির একাংশের উদ্যোগে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পর্তুগাল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কাজল আহমদ। যৌথভাবে সঞ্চালনা করেন যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেছ ও মাহফুজ আলম সোহাগ। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় বক্তব্য রাখেন পর্তুগাল বিএনপির সদস্য ও নেতৃবৃন্দ।
বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দলীয় চেতনার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, আব্দুল হাসিব, আবদুল লতিফ কয়েস, শেখ নিজামুর রহমান টিপু, লিটন মিয়া, সুজন ভূইয়া, মাসুদ মজুমদার, জাকির হোসাইন, নাহিয়ান শেখ, ইমরান আহমদ ইমু, তানভীর তারেকসহ প্রবাসী বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।পর্তুগালের লিসবনে আলোচনা সভা ও কেক কেটে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে প্রবাসী নেতাকর্মীরা। অনুষ্ঠানে দলীয় নেতারা বিএনপিকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।