বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তিনি ৫ আগস্টের ঘটনাকে ‘কালো শক্তি’ বলেছেন—এমন অভিযোগ সঠিক নয়। তার বক্তব্য আংশিকভাবে তুলে ধরা হচ্ছে দাবি করে তিনি বলেন, “সমস্ত বক্তব্য শোনার আহ্বান জানাই। প্রমাণ হলে আমি ক্ষমা চাইব। তবে মুক্তিযোদ্ধার বিষয়ে কোনো আপোস নেই। মব বা মৃত্যুতে আমার ভয় নেই।”
সোমবার দুপুরে হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান অভিযোগ করে বলেন, তার বাসার সামনে ৭–৮ জন তরুণ–তরুণী স্লোগান দিচ্ছেন। পাশাপাশি ফ্রান্স থেকে দুই ইউটিউবার তাকে হত্যার হুমকি দিচ্ছে। তিনি প্রশ্ন রেখে বলেন, “আমাকে হত্যা করতে চায় কেন? সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে মামলা করতে পারেন, গ্রেপ্তার করতে পারেন। কিন্তু হত্যার হুমকি কেন? একজন মুক্তিযোদ্ধা হিসাবে কি আমার বাঁচার অধিকার নেই?”
এ সময় তিনি বিএনপির পক্ষ থেকে প্রাপ্ত কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, রোববার রাত ৯টার দিকে তার বাসায় নোটিশ পৌঁছে দেওয়া হয়। তিনি সিদ্ধান্ত নিয়েছেন নোটিশের জবাব দেবেন।
গত জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিকভাবে বিতর্কিত ও বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগে তাকে নোটিশ দিয়েছে বিএনপি। ২৪ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।