বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা: খালেদা জিয়া তিন আসনে, তারেক রহমান বগুড়া-৬ এ লড়বেন

BNP

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩০০ আসনের মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি এবং কয়েকটি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন,

“বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই নির্বাচনে অংশ নিচ্ছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ২৩৭ আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।”

তিনি জানান,
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসনে প্রার্থী হচ্ছেন।
অন্যদিকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রার্থী হচ্ছেন বগুড়া-৬ আসনে।

এর আগে দুপুরে স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন তারেক রহমান। বৈঠকে দলীয় প্রার্থী চূড়ান্ত ও রাজনৈতিক কৌশল নির্ধারণ করা হয়।

নির্বাচন কমিশনের ঘোষণামতে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।

বিএনপির প্রার্থী তালিকার গুরুত্বপূর্ণ অংশ:

  • দিনাজপুর-৩, বগুড়া-৭, ফেনী-১: বেগম খালেদা জিয়া
  • বগুড়া-৬: তারেক রহমান
  • ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  • সিরাজগঞ্জ-২: ইকবাল হাসান মাহমুদ টুকু
  • ভোলা-৩: মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ

ঢাকা বিভাগের প্রার্থী:

ঢাকা বিভাগ:

  • ঢাকা-১ খন্দকার আবু আশফাক
  • ঢাকা-২ আমানউল্লাহ আমান
  • ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়
  • ঢাকা-৪ তানভীর আহমেদ রবিন
  • ঢাকা-৫ নবী উল্লাহ নবী
  • ঢাকা-৬ ইশরাক হোসেন
  • ঢাকা-৮ মির্জা আব্বাস
  • ঢাকা-১১ এম এ কাইয়ুম
  • ঢাকা-১২ সাইফুল আলম নীরব
  • ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি
  • ঢাকা-১৫ শফিকুল ইসলাম খান
  • ঢাকা-১৬ আমিনুল হক
  • ঢাকা-১৯ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন
  • ঢাকা-২০ মঞ্জুরুল করিম রনি
    (৭, ৯, ১০, ১৩, ১৭, ১৮ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে)

সিলেট বিভাগে:

  • সিলেট-১ খন্দকার আব্দুল মোক্তাদির চৌধুরী
  • সিলেট-২ তাহসিনা রুশদীর লুনা
  • সিলেট-৩ মোহাম্মদ আব্দুল মালিক
  • সিলেট-৬ এমরান আহমেদ চৌধুরী
  • (সিলেট-৪ ও ৫ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে)

মৌলভীবাজারে:

  • মৌলভীবাজার-১ নাসির উদ্দিন আহমেদ মীঠু
  • মৌলভীবাজার-৩ নাসের রহমান
  • মৌলভীবাজার-৪ মজিবর রহমান চৌধুরী

সুনামগঞ্জ:

  • সুনামগঞ্জ-১ আনিসুল হক
  • সুনামগঞ্জ-৩ মোহাম্মদ কয়সর আহমদ
  • সুনামগঞ্জ-৫ কলিম উদ্দীন মিলন
    (সুনামগঞ্জ-২ ও ৪ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে)

হবিগঞ্জ:

  • হবিগঞ্জ-২ আবু মনসুর সাখাওয়াত হোসেন জীবন
  • হবিগঞ্জ-৩ আলহাজ জি কে গাউস
  • হবিগঞ্জ-৪ এম এম ফয়সাল
    (হবিগঞ্জ-১ আসনের প্রার্থী পরে ঘোষণা করা হবে)

গোপালগঞ্জে:

  • গোপালগঞ্জ-১ সেলিমুজ্জামান সেলিম
  • গোপালগঞ্জ-২ ড্যাব নেতা কেএম বাবর
  • গোপালগঞ্জ-৩ এস এম জিলানী

চাঁদপুরে:

  • চাঁদপুর-১ আ ন ম এহছানুল হক মিলন
  • চাঁদপুর-৩ শেখ ফরিদ আহমেদ মানিক
  • চাঁদপুর-৫ ইঞ্জিনিয়ার মমিনুল হক

কিশোরগঞ্জ:

  • কিশোরগঞ্জ-৪ ফজলুর রহমান

বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–