চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, সিলেট হয়ে পৌঁছাবেন ঢাকায়

Begum Khaleda Zia

চার মাস চিকিৎসা শেষে আগামী সোমবার (৬ মে) দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে সকাল ৯টায় প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর একই ফ্লাইটে ঢাকায় ফিরবেন তিনি।

এই সফরে খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তাঁর দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও শর্মিলা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে থাকবেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান, এবং দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও সিলেটে কোনো জনসভা বা সমাবেশে অংশ নিচ্ছেন না। বাংলাদেশ এয়ারলাইনসের উক্ত ফ্লাইটটি সিলেটে যাত্রী নামিয়ে ঘণ্টাখানেক যাত্রাবিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

এ সময় সিলেটে অবস্থানরত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের একটি প্রতিনিধিদল বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন। প্রতিনিধি দলে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা, সিলেট বিভাগের সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদক, এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকরা।