বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই অন্তর্বর্তী সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে বিএনপি আশাবাদী। তিনি বলেন, “নির্বাচনের মাধ্যমেই সঠিক পথে দেশ এগিয়ে যাবে।”
সোমবার (৭ জুলাই) সকালে হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
এদিন সকালে বিএনপি মহাসচিব ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে সকাল ৯টা ২৫ মিনিটে সিলেটে পৌঁছান। সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (র.) ও পরে হযরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারতে যান।
মির্জা ফখরুল সিলেট সফরে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে, যা আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক।
এছাড়া তিনি দুপুরে সিলেট জেলা বিএনপির আয়োজনে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারকে সম্মান জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সেখানে কেন্দ্রীয় নেতারাও বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন।
বিএনপির এই সফর ও কর্মসূচি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা, বিশেষ করে যখন দলটি চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনে নির্বাচনপূর্ব কূটনৈতিক ও গণসংযোগ কার্যক্রমে মনোযোগী হয়েছে।