বিপিএলের সূচি প্রকাশ, দেখে নিন কার খেলা কবে

BPL kar khela kobe

আগামী ২৬ ডিসেম্বর সিলেটে পর্দা উঠছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে দুপুর ২টায় সিলেট টাইটান্সের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালস খেলবে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে।

প্রতি আসরেই মিরপুরে সবচেয়ে বেশি ম্যাচ হয়, কিন্তু এবার সে চিত্র উল্টো। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে সর্বোচ্চ ১২টি করে ম্যাচ। অন্যদিকে দেশের ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে হবে ১০টি ম্যাচ। যদিও প্লে-অফের চারটি গুরুত্বপূর্ণ ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকায়।

বিপিএল গভর্নিং কাউন্সিলের আগের পরিকল্পনা ছিল ১৯ ডিসেম্বর থেকে টুর্নামেন্ট শুরু করা। তবে ৭ দিন পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ ডিসেম্বর।

সিলেট পর্বের ১২টি ম্যাচ শেষে ৫ জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব। সেখানে ১২ ম্যাচের মধ্যে ছয়টি হবে দিনের বেলায়। এরপর লিগ পর্বের শেষ ছয় ম্যাচ এবং প্লে-অফের চারটি ম্যাচ আয়োজনের জন্য বিপিএল ফিরবে ঢাকায়, যেখানে খেলা শুরু হবে ১৫ জানুয়ারি। টানা তিন দিনে অনুষ্ঠিত হবে ছয়টি ম্যাচ, এবং ১৭ জানুয়ারিতেই শেষ হবে লিগ পর্ব।

একদিন বিরতির পর ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। ২১ জানুয়ারি হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। সবশেষে ২৩ জানুয়ারি মাঠে গড়াবে প্রতীক্ষিত ফাইনাল। প্লে-অফের প্রতিটি ম্যাচের জন্য রাখা হয়েছে একদিন করে রিজার্ভ ডে।

বরাবরের মতো লিগ পর্বে প্রতিদিন দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবার ছাড়া বাকি ছয় দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ১টায় এবং দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৬টায়। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায়।