আজ শুরু বিপিএল ১২, উদ্বোধনী ম্যাচে সিলেট–রাজশাহী মুখোমুখি

BPL 2026

আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের ১২তম আসর। দেশের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে সিলেটে। আগামী ২৩ জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের বিপিএলের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এবারের বিপিএলে মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—এই তিন ভেন্যুতে টুর্নামেন্টের ম্যাচগুলো আয়োজন করা হবে।

আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটানস ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট পর্ব শেষ হওয়ার পর টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। এরপর শেষ ধাপে বিপিএল ঢাকায় স্থানান্তরিত হবে।

প্লে-অফ পর্বের সূচি অনুযায়ী, ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার মাঠে গড়াবে ২১ জানুয়ারি। সবশেষে ২৩ জানুয়ারি ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ। গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখার ব্যবস্থাও করা হয়েছে।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। দলগুলো হলো—ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটানস, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং নোয়াখালী এক্সপ্রেস।

বিপিএল ১২-এর পূর্ণ সূচি (Time Table)

তারিখম্যাচভেন্যুসময়
২৬ ডিসেম্বর ২০২৫সিলেট টাইটানস–রাজশাহী ওয়ারিয়র্সসিলেটবেলা ৩টা
২৬ ডিসেম্বর ২০২৫নোয়াখালী এক্সপ্রেস–চট্টগ্রাম রয়্যালসসিলেটসন্ধ্যা ৭:৪৫ মি.
২৭ ডিসেম্বর ২০২৫ঢাকা ক্যাপিটালস–রাজশাহী ওয়ারিয়র্সসিলেটবেলা ১টা
২৭ ডিসেম্বর ২০২৫সিলেট টাইটানস–নোয়াখালী এক্সপ্রেসসিলেটসন্ধ্যা ৬টা
২৯ ডিসেম্বর ২০২৫রংপুর রাইডার্স–চট্টগ্রাম রয়্যালসসিলেটবেলা ১টা
২৯ ডিসেম্বর ২০২৫রাজশাহী ওয়ারিয়র্স–নোয়াখালী এক্সপ্রেসসিলেটসন্ধ্যা ৬টা
৩০ ডিসেম্বর ২০২৫সিলেট টাইটানস–চট্টগ্রাম রয়্যালসসিলেটবেলা ১টা
৩০ ডিসেম্বর ২০২৫ঢাকা ক্যাপিটালস–রংপুর রাইডার্সসিলেটসন্ধ্যা ৬টা
১ জানুয়ারি ২০২৬সিলেট টাইটানস–ঢাকা ক্যাপিটালসসিলেটবেলা ১টা
১ জানুয়ারি ২০২৬রংপুর রাইডার্স–রাজশাহী ওয়ারিয়র্সসিলেটসন্ধ্যা ৬টা
২ জানুয়ারি ২০২৬ঢাকা ক্যাপিটালস–চট্টগ্রাম রয়্যালসসিলেটবেলা ২টা
২ জানুয়ারি ২০২৬সিলেট টাইটানস–রংপুর রাইডার্সসিলেটসন্ধ্যা ৭টা
৫ জানুয়ারি ২০২৬রংপুর রাইডার্স–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামবেলা ১টা
৫ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস–রাজশাহী ওয়ারিয়র্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা
৬ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস–সিলেট টাইটানসচট্টগ্রামবেলা ১টা
৬ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস–রংপুর রাইডার্সচট্টগ্রামসন্ধ্যা ৬টা
৮ জানুয়ারি ২০২৬সিলেট টাইটানস–রংপুর রাইডার্সচট্টগ্রামবেলা ১টা
৮ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামসন্ধ্যা ৬টা
৯ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস–নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রামবেলা ২টা
৯ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স–সিলেট টাইটানসচট্টগ্রামসন্ধ্যা ৭টা
১১ জানুয়ারি ২০২৬রংপুর রাইডার্স–নোয়াখালী এক্সপ্রেসচট্টগ্রামবেলা ১টা
১১ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামসন্ধ্যা ৬টা
১২ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স–রংপুর রাইডার্সচট্টগ্রামবেলা ১টা
১২ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস–ঢাকা ক্যাপিটালসচট্টগ্রামসন্ধ্যা ৬টা
১৫ জানুয়ারি ২০২৬ঢাকা ক্যাপিটালস–নোয়াখালী এক্সপ্রেসঢাকাবেলা ১টা
১৫ জানুয়ারি ২০২৬চট্টগ্রাম রয়্যালস–সিলেট টাইটানসঢাকাসন্ধ্যা ৬টা
১৬ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস–রাজশাহী ওয়ারিয়র্সঢাকাবেলা ২টা
১৬ জানুয়ারি ২০২৬ঢাকা ক্যাপিটালস–সিলেট টাইটানসঢাকাসন্ধ্যা ৭টা
১৭ জানুয়ারি ২০২৬রাজশাহী ওয়ারিয়র্স–চট্টগ্রাম রয়্যালসঢাকাবেলা ১টা
১৭ জানুয়ারি ২০২৬নোয়াখালী এক্সপ্রেস–রংপুর রাইডার্সঢাকাসন্ধ্যা ৬টা
১৯ জানুয়ারি ২০২৬এলিমিনেটরঢাকাবেলা ১টা
১৯ জানুয়ারি ২০২৬১ম কোয়ালিফায়ারঢাকাসন্ধ্যা ৬টা
২১ জানুয়ারি ২০২৬২য় কোয়ালিফায়ারঢাকাসন্ধ্যা ৬টা
২৩ জানুয়ারি ২০২৬ফাইনালঢাকাসন্ধ্যা ৭টা