মধ্যরাতে আপস, শুক্রবার থেকেই মাঠে গড়াবে বিপিএল: বদলে গেল সূচি

bpl boycott end new schedule

দিনভর নানান শঙ্কা আর উত্তেজনার পর অবশেষে আপস হয়েছে। ক্রিকেটারদের ধর্মঘটের কারণে বৃহস্পতিবার মাঠে গড়ায়নি বিপিএলের কোনো ম্যাচ। তবে মধ্যরাতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় শুক্রবার (১৭ জানুয়ারি) থেকেই মাঠে ফিরছেন ক্রিকেটাররা। ফলে নতুন সূচি অনুযায়ী শুক্রবার থেকে আবারও শুরু হচ্ছে বিপিএলের খেলা।

বৃহস্পতিবার মাঠে গড়ানো হয়নি এমন দুটি ম্যাচ দিয়ে শুক্রবার বিপিএলের ঢাকা পর্ব মাঠে গড়াবে। পরিবর্তিত সূচি অনুযায়ী, ১৬ জানুয়ারির ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ জানুয়ারি। এর ফলে আগামী ১৮ জানুয়ারি বিশ্রামের দিন থাকলেও সেদিনও খেলা অনুষ্ঠিত হবে। খেলা পিছিয়ে যাওয়ায় প্লে-অফের সূচিতেও পরিবর্তন এসেছে। আগামী ১৯ জানুয়ারি প্লে-অফ শুরুর কথা থাকলেও তা একদিন পিয়েে ২০ জানুয়ারি শুরু হবে।

বৃহস্পতিবার ক্রিকেটারদের বয়কটের কারণে দর্শকদের হতাশা প্রকাশ করতে হয়েছে। এ নিয়ে দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলেন, ‘আমরা দর্শকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

বিসিবি পদক্ষেপ নেওয়ার পরও কেন দ্বিতীয় ম্যাচ খেলতে নামেনি ক্রিকেটাররা—এই প্রশ্নের জবাবে মিঠুন বলেন, ‘আমাদের সঙ্গে ওই সময় সঠিক যোগাযোগটা হয়নি। আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি। আমরা মিঠু ভাইকে ওই সময় ফোন করেও বলেছি আমরা হোটেলে অপেক্ষা করছি আপনি আসেন। আমরা ক্রিকেটাররা আপনাদের সঙ্গে কথা বলব। তখনও উনি বোর্ডের বিভিন্ন ইস্যুতে আটকে গেছেন, উনি আসতে পারেননি। ওই সময় আমরা এমন কোনো জায়গায় পৌঁছাতে পারিনি, যেটার কারণে আমরা দ্বিতীয় ম্যাচে যেতে পারিনি।’

অন্যদিকে, এই ঘটনার জের ধরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হলেও ৪৮ ঘণ্টার মধ্যে তার উত্তর পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী। বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, যদি ৪৮ ঘণ্টার মধ্যে যথাযথ কারণসহ লিখিত জবাব না পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে ইতোমধ্যে বিসিবির ডিসিপ্লিনারি কমিটির সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।