বিপিএল স্পট ফিক্সিং তদন্তে আলোচনায় ঢাকা ক্যাপিটালস, আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ

Spot fixing in PL Dhaka Capitals

একাদশ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিং তদন্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গঠিত তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে প্রাথমিক রিপোর্ট জমা দেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের কাছে। ইতোমধ্যেই তদন্তে তিনটি ফ্র্যাঞ্চাইজির নাম উঠে এসেছে, যার মধ্যে রয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস।

সোমবার (১৮ আগস্ট) দেশের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পর বিষয়টি আলোচনায় আসে। এর পরপরই মঙ্গলবার (১৯ আগস্ট) নিজেদের ফেসবুক পেজে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করে ঢাকা ক্যাপিটালস।

বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, বিসিবির স্বাধীন তদন্ত কমিটির সঙ্গে তারা শুরু থেকেই ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং তদন্তে প্রয়োজনীয় সব তথ্য সরবরাহ করেছে। ভবিষ্যতেও তারা পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করে।

ঢাকা ক্যাপিটালস আরও জানায়, কোনো খেলোয়াড় বা স্টাফের বিরুদ্ধে যদি দোষ প্রমাণিত হয়, তবে নিজেরাই সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তবে প্রমাণ ছাড়াই সরাসরি ম্যানেজমেন্টের ওপর দায় চাপানো তাদের জন্য ‘গভীরভাবে সম্মানহানিকর’।

বিবৃতিতে আরও বলা হয়, “স্পট ফিক্সিং একটি ব্যক্তিনির্ভর বিষয়। কোনো ক্রিকেটার এ ধরনের ঘটনায় জড়িত কি না, সে বিষয়ে আমাদের পূর্ব থেকে জানার সুযোগ নেই। আমরা সবসময় সততা, স্বচ্ছতা ও ফেয়ার প্লেতে বিশ্বাসী। তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ থেকে ইনশা আল্লাহ একদিন সমর্থকদের বিপিএল শিরোপার আনন্দ উপহার দেব।”

স্বাধীন তদন্ত কমিটির প্রাথমিক রিপোর্ট প্রকাশ হলে বিষয়টি নিয়ে বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।