ফুটবল বিশ্বে ব্রাজিল এক ঐতিহ্যবাহী নাম। “ফুটবলারের কারখানা” নামে পরিচিত দেশটি এবার পা রাখছে এক ভিন্ন মঞ্চে—ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছে দক্ষিণ আমেরিকার এই ফুটবলপ্রধান দেশটি। তবে মাঠের লড়াইয়ে এখনো অনেক পথ বাকি ব্রাজিলের জন্য।
বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে ব্রাজিল নারী ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৩ মার্চ) আর্জেন্টিনার বুয়েনস এইরেসে অবস্থিত সেন্ট আলবান্স ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে তারা।
ব্যাট হাতে শুরু থেকেই ধুঁকতে থাকা ব্রাজিল ১৭ ওভার এক বলে গুটিয়ে যায় মাত্র ৫৬ রানে। দলের হয়ে সর্বোচ্চ ১৬ রান করেন রবার্ট অ্যাবেরি। আর দুই অঙ্কে পৌঁছান কেবল ক্যাতোলিনা ন্যাসেমিন্ট, যিনি করেন ১৩ বলে ১১ রান।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩ ওভার ৩ বলেই জয় তুলে নেয় কানাডা। অপরাজিত ২১ রানে হাবিবা বাদর এবং ১০ রানে বান্দনা মাহাজন দলের জয় নিশ্চিত করেন।
এই হারের ফলে তিন ম্যাচে মাত্র একটি জয় নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। বাছাইপর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, যুক্তরাষ্ট্র ও কানাডা। এখান থেকে শুধুমাত্র শীর্ষ দলই জায়গা করে নেবে গ্লোবাল কোয়ালিফায়ারে। এই দৌড়ে অনেকটাই এগিয়ে আছে যুক্তরাষ্ট্র ও কানাডা।
ফুটবলের মাটিতে জন্ম নেওয়া দেশটির জন্য ক্রিকেটের এই পথ যতটা চমকপ্রদ, ততটাই চ্যালেঞ্জিং। তবে পথচলার শুরুতে হোঁচট খাওয়া অস্বাভাবিক নয়। সময়ই বলে দেবে, নতুন খেলায় কতটা এগোতে পারে ব্রাজিল।