দাপুটে পারফরম্যান্সে উরুগুয়েকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে কোপা আমেরিকার দশম আসরের ফাইনালে উঠেছে ব্রাজিলের নারী দল। একইসঙ্গে নিশ্চিত করেছে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিকের টিকিট।
মঙ্গলবার (৩০ জুলাই) অনুষ্ঠিত এই সেমিফাইনাল ম্যাচে বল দখল, আক্রমণ এবং দক্ষতায় উরুগুয়ের তুলনায় একেবারে শ্রেষ্ঠত্ব দেখিয়েছে ব্রাজিলিয়ান মেয়েরা।
প্রথমার্ধেই ৩ গোলের ধাক্কা
ম্যাচের শুরুতে একবার আক্রমণে উঠলেও উরুগুয়ে সেই মুহূর্ত কাজে লাগাতে পারেনি। এরপরই ব্রাজিলীয় ঝড়—১১তম মিনিটে মার্তার ক্রস থেকে আমান্দা গুতিয়েরেস হেডে গোল করেন। দু’মিনিট পরই গিও গারবেলিনি করেন দ্বিতীয় গোল।
২৬ মিনিটে পেনাল্টি থেকে মার্তা নিজেই করেন তৃতীয় গোল। এই কিংবদন্তি খেলোয়াড়ের নেতৃত্বে প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে ব্রাজিলের একমাত্র ভুল থেকে একটি আত্মঘাতী গোল হজম করে দলটি। ইসা হাস কর্নার থেকে আসা বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন।
তবে উরুগুয়ের সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৮ মিনিটে ইয়ামিলা মারিয়ানা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে উরুগুয়ে ১০ জনের দলে পরিণত হয়।
৬৫ মিনিটে আমান্দা ফ্রি-কিক থেকে করেন নিজের দ্বিতীয় গোল এবং দলের চতুর্থ। ম্যাচের ৮৬ মিনিটে দুদিনিয়া করেন শেষ ও পঞ্চম গোলটি। ফলে স্কোরলাইন দাঁড়ায় ৫–১।
আগের দিন টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে উঠেছে কলম্বিয়ার নারী দল। ফাইনাল অনুষ্ঠিত হবে শনিবার দিবাগত রাতে।
উল্লেখ্য, গ্রুপপর্বে ব্রাজিল ও কলম্বিয়া মুখোমুখি হয়েছিল এবং সে ম্যাচটি ড্র হয়েছিল। উভয় দলই এখন পর্যন্ত অপরাজিত।