কানাডাও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পথে, সেপ্টেম্বরে ঘোষণা আসতে পারে

Canada Palestine Recognition 2025 Announcement

বিশ্ব রাজনীতিতে নতুন মোড় নিতে যাচ্ছে মধ্যপ্রাচ্য সংকট। যুক্তরাজ্য ও ফ্রান্সের পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানালো কানাডা। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনেই ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি রয়েছে তাদের।

বিবিসির অনলাইন প্রতিবেদনে জানানো হয়, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কার্নি বলেন, “গাজায় মানবিক পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। সেখানে মানুষের দুর্ভোগ এখন অসহনীয় মাত্রায় পৌঁছেছে।” তিনি উল্লেখ করেন, এই সংকট নিরসনে আন্তর্জাতিক সমাজকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে।

তবে কানাডার স্বীকৃতি নির্ভর করছে কিছু শর্তের ওপর। এর মধ্যে রয়েছে—

  • ২০২৬ সালে হামাসকে বাদ দিয়ে ফিলিস্তিনে নির্বাচন আয়োজন।
  • আন্তর্জাতিকভাবে অস্ত্রহীন ভূখণ্ড গঠনের প্রতিশ্রুতি।

এদিকে কানাডার এমন ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, “এটি সন্ত্রাসী গোষ্ঠী হামাসকে পুরস্কৃত করার সামিল।”

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোযুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার একই ধরনের স্বীকৃতির ইঙ্গিত দিয়েছিলেন। ফলে জি-৭ জোটের তিনটি গুরুত্বপূর্ণ দেশ একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে।

বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৫০টির বেশি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।