রাজধানীর খুচরা বাজারে আজ মিনিকেট চালের দাম কিছুটা কমতির দিকে দেখা গেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে পাওয়া তথ্য অনুযায়ী, কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ডের মিনিকেট চালের কেজিপ্রতি দাম ২ থেকে ৮ টাকা পর্যন্ত কমেছে।
বৃহস্পতিবার বাজারে দেখা যায়, সবচেয়ে বড় পরিবর্তন দেখা গেছে মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেটে, যা গত সপ্তাহে ছিল ১০০ টাকা, আজ তা বিক্রি হচ্ছে ৯২ টাকায়—অর্থাৎ কেজিপ্রতি ৮ টাকা কম।
মঞ্জুর ও সাগর ব্র্যান্ডের মিনিকেট চাল আগে বিক্রি হচ্ছিল কেজি ৯০ টাকায়, এখন তা নেমে এসেছে ৮৫ টাকাতে। ডায়মন্ড ব্র্যান্ডের দাম ৮৮ টাকা থেকে কমে হয়েছে ৮৫ টাকা। রশিদ ব্র্যান্ডের মিনিকেটের দাম ৭৮ টাকা থেকে নেমে ৭৬ টাকা হয়েছে।
চাল বিক্রেতারা বলছেন, বর্তমানে বোরো ধানের মৌসুম চলছে। নতুন ধান বাজারে আসায় মিনিকেট চালের সরবরাহ বেড়েছে, যার ফলে দামও কিছুটা কমে এসেছে। মিনিকেট চাল মূলত বোরো ধানের ছাঁটাই করা রূপে বাজারে আসে, তাই মৌসুমের প্রভাব এ চালের দামে বেশি দেখা যায়। তবে, অন্যান্য চালের দামে এখনও তেমন পরিবর্তন হয়নি।
- নাজিরশাইল: ৮০–৯৫ টাকা/কেজি (মানভেদে)
- ব্রি-২৮ ও ব্রি-২৯: ৬০ টাকা/কেজি
- স্বর্ণা: ৫৫ টাকা/কেজি
চাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতরা ধারণা করছেন, নতুন ধান আসতে থাকায় আগামী কয়েক সপ্তাহে চালের দাম আরও কিছুটা কমতে পারে।