গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরে সহিংসতা সৃষ্টি করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) সদর উপজেলার উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান। তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরের পৌর পার্কে একটি পদযাত্রা আয়োজন করা হয়েছিল। এতে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকার কথা ছিল।”

তিনি আরও জানান, “এই পদযাত্রা বানচালের উদ্দেশ্যে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকেরা উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় এবং ভাঙচুর করে।”

প্রসঙ্গত, ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন হিসেবে বিবেচিত হচ্ছে এবং এর কর্মকাণ্ডকে আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারিতে রেখেছে।