প্রেমিকার টানে কুষ্টিয়ার তরুণীকে বিয়ে করবেন চীনা যুবক

chinese man converts islam marriage kushtia

প্রেমিকার টানে চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ২৮ বছর বয়সী চীনা যুবক শি জিং ইউ। কুষ্টিয়ার বৃষ্টি খাতুনকে বিয়ে করার উদ্দেশ্যে রোববার (২৪ আগস্ট) দুপুরে কুষ্টিয়া আদালতে হাজির হয়ে তিনি বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম গ্রহণ করেন। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয়েছে সোহান আহাম্মেদ

শনিবার (২৩ আগস্ট) রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রোববার সকালে কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের প্রেমিকার বাড়িতে যান তিনি। এ সময় গ্রামজুড়ে স্থানীয়দের ভিড় জমে যায় বিদেশি যুবককে এক নজর দেখার জন্য।

শি জিং ইউ চীনের হেনান প্রদেশের বাসিন্দা। তিনি শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। অন্যদিকে বৃষ্টি খাতুন কুষ্টিয়ার খাজানগর উত্তরপাড়ার বাসিন্দা মোতালেব মিস্ত্রির মেয়ে।

বৃষ্টির দুলাভাই এনামুল হক জানান, “চীনা যুবক আদালতে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। খুব শিগগিরই মুসলিম রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হবে।”

কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে উপস্থিত আইনজীবীরাও বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমের টানে বাংলাদেশে এসে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার ঘটনা সত্যিই ব্যতিক্রমী। পরিবার-পরিজনের উপস্থিতিতে তাদের বিয়ের আয়োজন চূড়ান্ত করা হচ্ছে।