চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।
ভোর থেকেই উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভিড় করছেন। সকাল ৭টা ২০ মিনিটে চট্টগ্রাম রেলস্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন ছাড়ে এবং সকাল ৮টা ২০ মিনিটে ক্যাম্পাসে পৌঁছায়। ট্রেন থেকে নেমে হাজারো শিক্ষার্থী নিজ নিজ অনুষদ ভবনে গিয়ে ভোট দেওয়ার প্রস্তুতি নেন।
আজ বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস বা পরীক্ষা নেই। শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য—৩৫ বছর পর অনুষ্ঠিত চাকসু নির্বাচনে ভোট দেওয়া।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী উম্মে হুমায়রা বলেন, “৩৫ বছর পর আমাদের চাকসু নির্বাচন হচ্ছে। এটা গর্বের বিষয়, আমরা চাই যোগ্য প্রার্থী নির্বাচিত হোক।”
যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী পারমিতা চক্রবর্তী বলেন, “আজ এলাম ভোটার হিসেবে ইতিহাসের সাক্ষী হতে।”
এবার চাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৫১৬ জন, এর মধ্যে ছাত্রী ১১ হাজার ১৫৬ জন। প্রার্থী হয়েছেন ৯০৮ জন।
কেন্দ্রীয় সংসদের ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী। এছাড়া ১৪টি হল ও একটি হোস্টেলে প্রার্থী হয়েছেন ৪৯৩ জন।
ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন এবং এজিএস পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।