শেষ বলে ছক্কায় ইতিহাস গড়লেন ক্রিস ওকস, সিলেট টাইটানসের ফাইনালের স্বপ্ন বাঁচল

Sylhet taitans final

এলেন, দেখলেন, জয় করলেন—বহু ব্যবহারে জীর্ণ এই বাক্যটিকেই নতুন করে প্রাণ দিলেন ক্রিস ওকস। বিপিএলে নিজের প্রথম ম্যাচেই অবিশ্বাস্য নাটকীয়তায় সিলেট টাইটানসকে জয়ের বন্দরে পৌঁছে দিলেন ইংলিশ অলরাউন্ডার।

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে শেষ বলে ছক্কা মারতেই হতো—এমন পর্বতসম চাপ মাথায় নিয়েই ফাহিম আশরাফের করা বল কাভারের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠান ওকস। তাতেই রংপুরকে বিদায় করে প্লে-অফে টিকে থাকার স্বপ্ন জিইয়ে রাখে সিলেট।

এই ছক্কা শুধু ম্যাচ জয়ের নয়, বিপিএল ইতিহাসেও একটি অনন্য কীর্তি। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটার শেষ বলে ছক্কার বাধ্যতামূলক সমীকরণ মিলিয়ে দলকে জয় এনে দিলেন।

এর আগে বিপিএলে দু’বার শেষ বলে ছক্কায় জয় এসেছে। ২০১৭-১৮ মৌসুমে চট্টগ্রামে চিটাগং কিংসের বিপক্ষে রংপুর রাইডার্সকে জেতান থিসারা পেরেরা। আর গত মৌসুমে সিলেটে ফরচুন বরিশালের বিপক্ষে শেষ ওভারে অবিশ্বাস্য ব্যাটিংয়ে জয় এনে দেন নুরুল হাসান। তবে সেই ম্যাচ দুটিতে শেষ বলে ছক্কা মারতেই হতো—এমন বাধ্যবাধকতা ছিল না।

আজকের ম্যাচে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট যখন চাপে, তখন টুর্নামেন্টে টিকে থাকতে শেষ ১১ বলে দরকার ছিল ১৫ রান। মোস্তাফিজুর রহমানের করা ১৯তম ওভারে কিছুটা স্বস্তি পেলেও শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৯ রান। শেষ বলেই প্রথমবার স্ট্রাইক পেয়ে ওকস ভুল করেননি।

বিপিএলে অভিষেক ম্যাচেই এমন কীর্তি—ক্রিস ওকসের নাম তাই সিলেট টাইটানসের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল।