ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া ভিসার মাধ্যমে প্রতারণার অভিযোগে একটি চক্রের সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মিলন মিয়া (৪২)। তিনি ফরিদপুর শহরের চকবাজার এলাকার বাসিন্দা।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান জানান, প্রতারক চক্রটি ইতালিতে পাঠানোর নাম করে প্রায় শতাধিক মানুষের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। প্রকৃত ভিসার বদলে দেওয়া হয়েছে জাল ভিসা, আবার কখনও ভুক্তভোগীদের পাসপোর্ট আটকে রেখে হয়রানি করা হয়েছে।
মিলন মিয়ার বিরুদ্ধে পল্টন থানায় একটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে, ভিজিট ভিসায় ইতালি পাঠানোর নামে ফরিদপুরের একজনের সঙ্গে ২২ লাখ টাকার চুক্তি করেছিলেন এবং ৭ লাখ টাকা অগ্রিম নিয়েছিলেন। তিনি জানায়, ফরিদপুর, নড়াইল, নরসিংদী, কিশোরগঞ্জ, চাঁদপুর ও চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় এ চক্রের নেটওয়ার্ক রয়েছে। জোসনা বেগম ও মাহবুব নামের দুজন ইতালি ও লিবিয়াতে লোক পাঠানোর মূল হোতা হিসেবে কাজ করছে বলেও তথ্য মিলেছে।
সিআইডি বলছে, গ্রেফতার ব্যক্তিকে আদালতে সোপর্দ ও রিমান্ডে নেওয়ার আবেদন প্রক্রিয়াধীন। চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে।