সিলেটে সিআইডি এসআইকে ছুরিকাঘাত করে পলাতক আসামি গ্রেপ্তার

cid officer stabbed sylhet raju arrest

সিলেটে সাদা পোশাকে অভিযান চালানোর সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম। তাকে ছুরিকাঘাত করার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী রহিম উদ্দিন রাজু (৩৩)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে সিলেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির ডিআইজি ড. মোহাম্মদ আল মামুনুল আনসারী ড. মোহাম্মদ আল মামুনুল আনসারী।

ডিআইজি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরের সাগরদিঘীর পাড় এলাকায় সাইবার মামলার পরোয়ানাভুক্ত আসামি রাজুকে ধরতে যান এসআই খোরশেদ আলম। এ সময় রাজু পেছন দিক থেকে ধারালো ছুরি বের করে তার বাম বগলের নিচে আঘাত করেন। এতে প্রায় তিন ইঞ্চি গভীর ক্ষত তৈরি হয়।

গুরুতর আহত অবস্থায় এসআই খোরশেদকে হাসপাতালে নেওয়া হলে রাতেই তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়।

ঘটনার সঙ্গে থাকা কনস্টেবল জাকির হোসেনের সহায়তায় অভিযানটি পরিচালিত হচ্ছিল। ছুরিকাঘাতের পর মোটরসাইকেলে উঠে রাজু ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ভোরে গ্রেপ্তার রাজু

এরপর সিআইডি, কোতোয়ালি থানা ও এয়ারপোর্ট থানা পুলিশ যৌথ অভিযান চালায়। অবশেষে মঙ্গলবার ভোর ৪টার দিকে সিলেটের মজুমদারী এলাকার সৈয়দ বাড়িস্থ একটি মেস থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠনের কেন্দ্রীয় সদস্য পরিচয়ে একটি ভিজিটিং কার্ড উদ্ধার করা হয়। পাশাপাশি হামলায় ব্যবহৃত ছুরিটি সাগরদিঘীর পাড়ের সরকারি নালা থেকে উদ্ধার করেছে পুলিশ।

ডিআইজির বরাত দিয়ে জানানো হয়, সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে—নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, মারধর, শ্লীলতাহানি, চুরি ও হত্যা চেষ্টাসহ বিভিন্ন ধারায় রাজুর বিরুদ্ধে মোট ৬টি মামলা রয়েছে।

কোতোয়ালি, শাহপরান ও কানাইঘাট থানায় তার বিরুদ্ধে নারী নির্যাতন, চুরি, আঘাত, ব্ল্যাকমেইলিংসহ একাধিক মামলা চলমান।

এমনকি তিনি এক নারীর ছবি এডিট করে অশ্লীল ছবিতে রূপান্তর করে যৌন হয়রানি ও ব্ল্যাকমেইলিং করছিলেন বলেও জানান ডিআইজি আনসারী। এ ঘটনায় কনস্টেবল জাকির হোসেন নতুন অভিযোগও দাখিল করেছেন।

হামলার ঘটনায় এসআই খোরশেদ আলমকে আহত করার অভিযোগে নতুন মামলা রেকর্ড করা হবে বলে জানিয়েছে সিআইডি। পাশাপাশি তার বিরুদ্ধে অন্যান্য আইনি প্রক্রিয়াও চলমান রয়েছে।