আজ বাংলাদেশ সময় সকালে অনুষ্ঠিত কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে টাইব্রেকারে ৫–৪ গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। গত বছর পুরুষদের কোপা আমেরিকায় আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল। সেই হার যেন এবার ফিরিয়ে দিল কলম্বিয়ার নারীরা।
ইকুয়েডরের কুইটোতে অনুষ্ঠিত এই সেমিফাইনালে শুরু থেকেই কলম্বিয়া খেলায় আধিপত্য দেখায়। বল দখল, আক্রমণ—সবকিছুতেই এগিয়ে ছিল দক্ষিণ আমেরিকার এই দল। তবে নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে পারেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
পেনাল্টি শুটআউটে প্রথম পাঁচটি করে শটে দুই দলই গোল করে ৪টি করে। কিন্তু ষষ্ঠ শটে কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা সফল হলেও আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলে ব্যর্থ হন। ফলে ৫–৪ ব্যবধানে জয় নিশ্চিত করে ফাইনালে জায়গা করে নেয় কলম্বিয়া।
এই হারে ভেঙে যায় আর্জেন্টিনা–ব্রাজিল ফাইনালের স্বপ্ন। দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ভোরে মুখোমুখি হবে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল ও উরুগুয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২ আগস্ট, রোববার।
ফাইনালে উঠার পাশাপাশি কলম্বিয়া নিশ্চিত করেছে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে খেলার টিকিট। নারীদের অলিম্পিক ফুটবলের ১৬ দলের মধ্যে এবার জায়গা করে নিল তারা।