বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছে কমিশন। বৈঠকে কমিশনের পক্ষ থেকে সনদ বাস্তবায়নে চারটি প্রক্রিয়ার সুপারিশ উপস্থাপন করা হয়।
কমিশনের প্রস্তাবে বলা হয়, দলগুলোর বিভিন্ন মতামতের ভিত্তিতে দীর্ঘ আলোচনার পর প্রাথমিকভাবে পাঁচটি বিকল্প পদ্ধতি বিবেচনা করা হয়েছিল। এর মধ্যে ছিল অধ্যাদেশ, নির্বাহী আদেশ, গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেওয়া।
তবে চূড়ান্ত আলোচনার পর কমিশন জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের জন্য চারটি উপায় সুপারিশ করেছে। এগুলো হলো—
১. অধ্যাদেশ
২. নির্বাহী আদেশ
৩. গণভোট
৪. বিশেষ সাংবিধানিক আদেশ
এ বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত রূপরেখা নির্ধারণে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।