কোটা সংস্কার আন্দোলনকারীরা আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন। কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ বুধবার রাতে এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন।
বিবৃতিতে বলা হয়েছে, হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত সকল শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, শপিং মল বন্ধ থাকবে। এছাড়াও, সকল যানবাহন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।
কোটা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের জন্য আসন সংরক্ষণ করা হোক।
সরকারের পক্ষ থেকে বারবার আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হলেও কোনো সুরাহা মেলেনি। এর ফলে বুধবার রাতে আন্দোলনকারীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করে।
তবে, আন্দোলনকারীরা স্পষ্ট করে বলেছেন, তাদের আন্দোলন শান্তিপূর্ণ থাকবে। এই কর্মসূচি দেশের সার্বিক জনজীবনে ব্যাপক প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে।