স্প্যানিশ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা কোপা দেল রের ফাইনালে এবার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ফুটবল দুনিয়ার সবচেয়ে আলোচিত দ্বৈরথ ‘এল ক্লাসিকো’ এবার জায়গা করে নিচ্ছে ট্রফি নির্ধারণী ম্যাচে। শনিবার (২৬ এপ্রিল) রাতে সেভিয়ার ঐতিহাসিক লা কার্তুজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল। রাত ১টায় শুরু হওয়া এই ম্যাচ ঘিরে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মাঝে বিরাজ করছে চরম উত্তেজনা।
২০১৪ সালের পর এই প্রথম কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। সব মিলিয়ে এটি তাদের ২৬০তম প্রতিযোগিতামূলক লড়াই। মৌসুমের শুরু থেকে দুর্দান্ত ছন্দে থাকা বার্সেলোনা এই ম্যাচে নামবে আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে। হান্সি ফ্লিকের অধীনে বার্সা চলতি বছরে এখন পর্যন্ত অপরাজিত। শেষ ২৪ ম্যাচে তারা হারেনি একটিও, যার মধ্যে রয়েছে লা লিগায় রিয়ালকে ৪-০ ব্যবধানে এবং স্প্যানিশ সুপার কাপে ৫-২ ব্যবধানে বিধ্বস্ত করার স্মৃতি। লিগ তালিকায়ও বার্সেলোনা রিয়ালের চেয়ে এগিয়ে রয়েছে চার পয়েন্টে।
অন্যদিকে চাপে রয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের মাঝামাঝি পর্যন্ত ভালো ছন্দে থাকলেও সাম্প্রতিক সময়ে একের পর এক ধাক্কা খেয়েছে কার্লো আনচেলত্তির দল। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা, লা লিগায় হারিয়েছে পয়েন্টের ব্যবধান এবং চলতি মৌসুমে বার্সার কাছে দুইবারই হেরেছে বড় ব্যবধানে। ইনজুরির তালিকাও রিয়ালের চিন্তার কারণ। তরুণ মিডফিল্ডার এডুয়ার্দো কামাভিঙ্গা পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন। এছাড়া ডিফেন্ডার ডেভিড আলাবাও নেই দলে। তবে সুখবর হলো, কিলিয়ান এমবাপে ও ফেরলান মেন্ডি ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন এবং ফাইনালের আগে তারা পুরোপুরি ফিট বলে ধারণা করা হচ্ছে।
এই ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মাঝে উত্তেজনার পারদ এখন চূড়ায়। ইতিহাসের দিক দিয়ে কোপা দেল রে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে বার্সেলোনা। তারা এখন পর্যন্ত ৩১ বার ট্রফি জিতেছে, যেখানে রিয়ালের ট্রফি সংখ্যা ১৯টি। তাই এই ম্যাচ জিতে বার্সা চাইবে নিজেদের আধিপত্য আরও মজবুত করতে, অন্যদিকে রিয়াল খুঁজবে ঘুরে দাঁড়ানোর পথ।
ম্যাচ পরিচালনা করবেন রেফারি রিকার্দো দে বুরগোস বেনগোএচিয়া। টিভিতে সরাসরি সম্প্রচার করবে স্প্যানিশ ও আন্তর্জাতিক ক্রীড়া চ্যানেলগুলো।
সবশেষ যখন ফাইনালে দেখা হয়েছিল এই দুই দলের, তখন জয়ের হাসি হেসেছিল রিয়াল মাদ্রিদ। তবে এবার পরিস্থিতি ভিন্ন। বার্সেলোনা ছন্দে, রিয়াল চাপে—তবে ফুটবল ম্যাচের ৯০ মিনিটে কোনো ভবিষ্যদ্বাণী চলে না। সারা বিশ্বের চোখ এখন লা কার্তুজার দিকে, যেখানে ঠিক হয়ে যাবে ২০২৫ সালের কোপা দেল রে চ্যাম্পিয়নের নাম।