সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো

Cristiano Ronaldo wishes happy Eid

সৌদি আরবে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। এই উৎসবের দিনটিতে সৌদির ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

সৌদি ক্লাব আল নাসরের এই তারকা খেলোয়াড় ঈদের দিনে সৌদি ঐতিহ্যবাহী পোশাক জোব্বা পরেছেন এবং হাতে তুলে নিয়েছেন সৌদির প্রতীকী তলোয়ার। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেছেন রোনালদো।

তিনি লিখেছেন, “সবাইকে পবিত্র ঈদ মোবারক! এই বিশেষ সময়টি আপনার এবং আপনার প্রিয়জনদের জন্য আনন্দ, শান্তি এবং সুখ বয়ে আনুক।”

রোনালদোর এমন সৌদির সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল আচরণ দেশটির ভক্তদের হৃদয় জয় করেছে। আল নাসরের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রশংসায় পঞ্চমুখ। সৌদিতে খেলার সুবাদে রোনালদো ইতোমধ্যেই দেশটির সংস্কৃতির সঙ্গে গভীরভাবে মিশে গেছেন, এবং তার ঈদ উদযাপন সেটিরই আরেকটি প্রমাণ।