লিভারপুল থেকে একে একে বিদায় নিচ্ছেন তারকারা। লুইস দিয়াজের বায়ার্ন মিউনিখে যোগদানের পর এবার ক্লাব ছাড়লেন উরুগুইয়ান ফরোয়ার্ড ডারউইন নুনিয়েজ। নতুন গন্তব্য—সৌদি আরবের শীর্ষ ক্লাব আল হিলাল।
নুনিয়েজের দলবদল নিয়ে ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে। প্রায় ৫৩ মিলিয়ন ইউরো বা ৬২ মিলিয়ন ডলারের বিনিময়ে তিন বছরের চুক্তিতে আল হিলালে যাচ্ছেন নুনিয়েজ, যার বাংলাদেশি মুদ্রায় পরিমাণ প্রায় ৭৫১ কোটি টাকা।
জানা গেছে, আল হিলালের নতুন কোচ সিমোন ইনজাঘি বিশেষভাবে চেয়েছেন এই তরুণ স্ট্রাইকারকে দলে ভেড়াতে। নুনিয়েজও সৌদি আরবে খেলার ব্যাপারে সম্মতি দিয়েছেন। এখন অপেক্ষা কেবল মেডিকেল পরীক্ষার।
এই দলবদলের মধ্য দিয়ে ইউরোপিয়ান ফুটবল থেকে আরেক তারকা নাম লেখালেন সৌদি লিগে, যেখানে আগেই যোগ দিয়েছেন রোনালদো, নেইমার, বেনজেমা, মানের মতো তারকারা। ফুটবলবিশ্বে সৌদি ক্লাবগুলোর প্রভাব যে আরও বাড়ছে, নুনিয়েজের এই ট্রান্সফার তা আবারও প্রমাণ করলো।