আমি তাদের পাপেট নই: দেশে মেয়ের করা মামলায় আদালতে হাজির মা-বাবা

daughter parents mental physical abuse

শারীরিক ও মানসিক হেনস্তার অভিযোগে নিজের মা-বাবার বিরুদ্ধে করা মামলায় আদালতে হাজির হয়েছেন মেয়ে মেহরীন আহমেদের বাবা নাসির আহমেদ ও মা জান্নাতুল ফেরদৌস। বৃহস্পতিবার (১0 জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এমএ আজহারুল ইসলামের আদালতে মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছেন।

১৯ বছর বয়সী মেহরীন বর্তমানে রাজধানীর একটি ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষার্থী। শুনানিতে তিনি বলেন, “তাদের (বাবা-মা) মাধ্যমে আমি পৃথিবীতে এসেছি, এটা আমার দোষ না। আমি তাদের পাপেট নই। আমাকে কেন গালি দেবে। আমাকে শারীরিক, মানসিকভাবে হেনস্তা করা হয়েছে।”

“আমি খেতে পারি না, ঘুমাতে পারি না। আমাকে তারা মানসিক হাসপাতালে ভর্তি করে। ব্রেইন অ্যান্ড মাইন্ড হাসপাতালে আমাকে দুই বছর রাখা হয়। সেখানে আমাকে মানসিক ও শারীরিকভাবে হেনস্তা করেছে। আমাকে কেন ওই হাসপাতালে রাখা হল জানতে চাই।”

শুনানিকালে মা জান্নাতুল ফেরদৌস কাঠগড়ায় মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন, আর বাবা নাসির আহমেদ মেয়ের বক্তব্য অপলক দৃষ্টিতে শুনছিলেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ইসফাকুর রহমান গালিব জানান, মেহরীন তার প্রাপ্তবয়স্ক জীবনে ব্যক্তিগত স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগ এনেছেন।
মামলার অভিযোগে বলা হয়, গত ২৫ মে সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে পারিবারিক বাসায় মেহরীনকে মারধর ও গালাগাল করেন তার মা-বাবা। এছাড়াও তারা তার চলাফেরা, ব্যবহার্য জিনিসপত্র ব্যবহারসহ নিত্যদিনের জীবনে বাধা সৃষ্টি করে আসছেন বলে অভিযোগ করেন মেহরীন।

এর আগে ২২ জুন তিনি আদালতে মামলাটি দায়ের করেন, যার শুনানির জন্য ১০ জুলাই দিন নির্ধারণ করা হয়েছিল। আজ উভয় পক্ষের উপস্থিতিতে শুনানি শেষে আদালত পরবর্তী আদেশের জন্য ২৪ জুলাই দিন রেখেছেন।