আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার পাশে ছাত্র-জনতার গণজমায়েত

Demand to ban Awami League

জুলাই গণঅভ্যুত্থানে পতিত আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর কাকরাইল এলাকায় ছাত্র-জনতা আজ শুক্রবার বাদ জুমা থেকে শুরু করেছেন গণজমায়েত। প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র পূর্ব পাশে ফোয়ারার সামনে জমায়েতে দেশের বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের হাজারো মানুষ অংশ নিয়েছে।

ট্রাকের ওপর তৈরি অস্থায়ী মঞ্চ ঘিরে দুপুর ১২টার পর থেকেই ভিড় বাড়তে থাকে। বাদ জুমা বিভিন্ন মিছিল একত্রিত হয়ে মঞ্চের সামনে জড়ো হয়। এ সময় স্লোগানে মুখরিত হয়ে উঠে এলাকা—“আওয়ামী লীগ নিষিদ্ধ করো”, “শেখ হাসিনার বিচার চাই”, “জুলাইর গৌরব চলবে”। এদিকে, গণজমায়েত ঘিরে কড়া নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

এই গণজমায়েতে প্রধান দাবি—আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা। আয়োজকদের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, আজকের জমায়েত থেকে দাবির পক্ষে আল্টিমেটামও আসতে পারে।

জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এ জমায়েতের আহ্বায়ক। তিনি দলমত নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত দশটা থেকে ছাত্র-জনতা যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করে, যা এখনো চলমান।

জমায়েতকারীরা রাস্তাতেই জুমার নামাজ আদায় করেছেন এবং অবস্থান অব্যাহত রেখেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন তারা।